মুজিবনগর স্মৃতিসৌধে পু্ষ্পস্তবক অর্পণ করলেন বাংলাদেশ যুব মহিলা লীগ

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  09:11 PM, 26 September 2021

বাংলাদেশ যুব মহিলা লীগ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ মুজিবনগর স্মৃতিসৌধে পু্ষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন। মেহেরপুর সার্কিট হাউজ থেকে রওনা হয়ে রবিবার বেলা ১২ টার সময় বাংলাদেশ যুব মহিলা লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি নাজমা আক্তারের নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধের স্মৃতি বিজোড়িত বাংলাদেশের প্রথম সরকারের শপথ ভূমি বাংলাদেশের অস্হায়ী রাজধানী ঐতিহাসিক মুজিবনগর স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধ সহ সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পু্ষ্পস্তবক অর্পণ করেন।
পু্ষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও ১ মিনিট নিরবতা পালন করা হয়।এসময় উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রীর পত্নী ও কেন্দ্রীয় যুবমহিলা লীগের সদস্য সৈয়দা মোনালিসা ইসলাম, কেন্দ্রীয় যুবমহিলা লীগের সহ সভাপতি শিরিনা নাহার লিপি, আশরাফুন্নেছা পারুল, যুগ্ম সাধারণ সম্পাদক জেদ্দা পারভিন রিমি, সাংগঠনিক সম্পাদক শারমিন সুলতানা শরমী, শারমিন সুলতানা লিলি, ত্রান ও সমাজকল্যাণ সম্পাদিকা শামীম আরা জামান নিগার, তথ্য ও গবেষণা সম্পাদিকা তানিয়া হক শোভা, যশোর জেলা যুবমহিলা লীগের সভাপতি মঞ্জুন্নাহার নাজনীন সোনালী, মেহেরপুর জেলা যুবমহিলা লীগের সাধারণ সম্পাদক রুতশোভা মন্ডল, মেহেরপুর সদর উপজেলা যুবমহিলা লীগের সভানেত্রী রোক্সানা কামাল রুনু, মুজিবনগর উপজেলা যুবমহিলা লীগের সভানেত্রী তকলিমা খাতুন , সাধারণ সম্পাদক তহমিনা খাতুন সহ মুজিবনগর উপজেলার বিভিন্ন ইউনিটের যুবমহিলা লীগের নেতা কর্মীবৃন্দ।
পু্ষ্পস্তবক অর্পন শেষে নেতৃবৃন্দ বেলা ৩ টার সময় চুয়াডাঙ্গা জেলা যুব মহিলা লীগের সম্মেলনে যোগদানের উদ্দ্যেশে মুজিবনগর ত্যাগ করেন।উল্লেখ্য যে গত শনিবার মেহেরপুর জেলা যুব মহিলা লীগের কর্মীসভা উপলক্ষে গত শুক্রবার সন্ধায় কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ মেহেরপুরে আগমন করেন।

আপনার মতামত লিখুন :