মুজিবনগর স্টার ক্লিনিকে সিলগালা
মেহেরপুর মুজিবনগর উপজেলার কেদারগঞ্জ বাজারে মুজিবনগর স্টার ক্লিনিকে তালা ঝুলিয়ে সিলগালা করে দিয়েয়েছে মুজিবনগর স্বাস্থ্য বিভাগ।
মুজিবনগর স্টার ক্লিনিকের অনুমোদন না থাকায় আজ সোমবার দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো আসাদুজ্জামান অভিযান পরিচালনা করে ক্লিনিক সিলগালা করে দেন।
মুজিবনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো আসাদুজ্জামান বলেন, সরকারের নির্দেশনা মোতাবেক সকল অবৈধ, লাইসেন্স বিহীন ও লাইসেন্স নবায়ন নেই ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক সিলগালা করে দেওয়া হরে। একটিও অবৈধ ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক বাকী থাকা পর্যন্ত এ অভিযান চলমান থাকবে।