মুজিবনগর সীমান্তে বিএসএফ’র হাতে আটক যুবককে বিজিবির কাছে হস্তান্তর
মেহেরপুরের মুজিবনগরের ভারতীয় সীমান্তবরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যদের হাতে আটক রাসেল হোসেনকে (১৮) অবশেষে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ। আজ বৃহস্পতিবার দুপুরে তাকে আটক করে নিয়ে যায় বিএসএফ।
জানা গেছে, কুষ্টিয়ার বটতলার জামাল উদ্দীনের ছেলে রাসেল হোসেন মুজিবনগর কমপ্লেক্সের পাশে স্বাধীনতা সড়ক দিয়ে হেঁটে ভারতীয় সীমানায় প্রবেশ করে। এসময় সেখানে পাহারত বিএসএফ সদস্যরা তাকে আটক করে ক্যাম্পে নিয়ে যায়। খবর পেয়ে বিজিবির পক্ষ থেকে পতাকা বৈঠকের প্রস্তাব দেওয়া হয়। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে পতাকা বৈঠক শেষে রাসেল হোসেনকে বিজিবির কাছে ফেরত দেয় বিএসএফ।
বিজিবি জানায়, ভারতীয় সীমানায় অবৈধ অনুপ্রবেশের দায়ে রাসেলের নামে মামলাসহ মুজিবনগর থানায় সোপর্দ করা হয়েছে।
পতাকা বৈঠকে বিজিবির নেতৃত্বের ছিলেন মুজিবনগর কোম্পানী সদরের সুবেদার সহিদুল ইসলাম ও বিএসএফ’র পক্ষে নেতৃত্বে ছিলেন ইন্সেপেক্টর সন্তোষ কুমার ঠাকুর।