মুজিবনগর সফরে বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের বিচারপতি জেবিএম হাসান
ঐতিহাসিক মুজিবনগর সফরে এসেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতি জে বি এম হাসান।
আজ বৃহস্পতিবার (৭ অক্টোবর), দুপুরের দিকে মেহেরপুর ও ঐতিহাসিক মুজিবনগর পরিদর্শন করেন তিনি। এর পূর্বে তিনি মেহেরপুর সার্কিট হাউসে পৌঁছলে মেহেরপুরের জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান তিনাকে স্বাগত জানান। এসময় বিচারপতি জে বি এম হাসান কে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন মেহেরপুরের পুলিশ সুপার রাফিউল আলম।
বিকেলের দিকে মাননীয় বিচারপতি জে বি এম হাসান স্বপরিবারে ঐতিহাসিক মুজিবনগর স্মৃতি কমপ্লেক্সের স্মৃতিসৌধে পুষ্প অর্পণ করেন।
পরে ঐতিহাসিক মুজিবনগরে বাংলাদেশ-ভারত স্বাধীনতা সড়ক পরিদর্শন করেন। একই সাথে মুজিবনগর স্মৃতি কেন্দ্র, মুক্তিযুদ্ধ যাদুঘর, বাংলাদেশের মানচিত্র ও বিভিন্ন এলাকা ঘুরে দেখেন।
মুজিবনগর পরিদর্শনকালে মেহেরপুরের অতিরিক্ত জেলা জজ আদালতের বিচারক রিপতি কুমার বিশ্বাস, মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাশেম, মেহেরপুর জেলা প্রশাসন, মুজিবনগর উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।