মুজিবনগর কমপ্লেক্স গেটে মোটরসাইকেল চোর আটক

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  10:13 PM, 19 February 2021

মেহেরপুরের মুজিবনগর মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্স গেট থেকে মোটরসাইকেল চুরি করে পালানোর সময় গাড়ী সহ আকাশ (১৯) নামের এক গাড়ি চোরকে আটক করেছে।
শুক্রবার বিকাল সাড়ে ৩ টার দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে, মুজিবনগর মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্স গেটের পাশে ব্যবসা করেন ভবেরপাড়া গ্রামের ফজুল মল্লিকের ছেলে মিহিদুল। ঘটনার সময় তিনি দোকানের পাশে তার লাল রঙের টিভিএস এপাচি আরটিআর গাড়িটি রেখে ব্যবসার কাজে ব্যস্ত হয়ে পড়েন। এই সুযোগে একটি গাড়ি চোর চক্র গাড়ির লক ভেঙ্গে গাড়িটি নিয়ে পালিয়ে যায়। গাড়ির মালিক মিহিদুল টের পেয়ে সোনাপুর গ্রামের ইউনুচ আলীর ছেলে মিনারুল ও ভবেরপাড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে তুফানকে নিয়ে পিছনে ধাওয়া করে।
গাড়িতে তেল কম থাকা এবং রতনপুর আট কবর রোডে মেহেরপুর ট্রাফিক পুলিশের চেকপোস্ট বসার কারণে চোর গাড়িটি নিয়ে রতনপুর পুলিশ ফাড়ির পাশ দিয়ে তারানগরের দিকে পালিয়ে যাওয়ার সময় ধাওয়াকারীদের সামনে পড়ে। ধাওয়াকারীরা গাড়ি চোর-গাড়ি চোর বলে চিৎকার দিলে চোর গাড়ি নিয়ে রতনপুর খালপাড়ার রাস্তায় ঢুকে পড়ে। রতনপুর খালপাড়া মোড়ের চায়ের দোকানে বসে থাকা লোকজনও বুঝতে পেরে তারাও ধাওয়া করে। এসময় চোর মোটরসাইকেল ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে গাড়ির মালিক মিহিদুল সহ স্থানীয় লোকজন আকাশ নামের এক চোরকে আটক করে রতনপুর পুলিশ ফাড়িতে সোপর্দ করে। আটককৃত গাড়ি চোর চুয়াডাঙ্গা জেলার ডিঙ্গেদাহ বাজারের আহসান হাবিবের ছেলে। গাড়ি চোর আকাশকে রতনপুর আইসি পুলিশ ক্যাম্প থেকে মুজিবনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত লিখুন :