মুজিবনগর উপজেলা জামায়াতের আমির সহ আটক-২


গোপন বৈঠক চলাকালীন সময়ে মেহেরপুরের মুজিবনগর জামায়াতের আমিরসহ দুইজনকে আটক করেছে মুজিবনগর থানা পুলিশ।সোমবার(২৩ জানুয়ারী)উপজেলার গোপালনগর গ্রাম থেকে তাদের আটক করে।মুজিবনগর থানার ওসি মেহেদী রাসেল জানান,মুজিবনগর উপজেলার গোপালনগর গ্রামে জামায়াত কর্মীরা নাশকতার পরিকল্পনা বাস্তবায়নের বৈঠক করছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল অভিযান চালালিয়ে মুজিবনগর উপজেলা জামায়াতের আমির শাজাহান আলী, হাবিবুর রহমানকে আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে বেশ কিছু বই। আজ মঙ্গলবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে প্রেরন করা হবে।