মুজিবনগর উপজেলা কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
মেহেরপুরের মুজিবনগর উপজেলা কৃষক লীগের ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।আজ শনিবার বিকাল ৫টার সময় মুজিবনগর স্মৃতিসৌধ অডিটোরিয়ামে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন মুজিবনগর উপজেলা কৃষক লীগের সভাপতি নজরুল ইসলাম মন্ডল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা আওয়ামীলীগের সভাপতি ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন( দোদুল)এমপি। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক লীগের সহ-সভাপতি ও জেলা কৃষক লীগের সভাপতি মাহাবুব উল আলম শান্তি। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কৃষক লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শরীফ আশরাফ আলী, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক নাজমুল ইসলাম পানু, কুঠি শিল্প বিষয়ক সম্পাদক শাহিনুর রহমান, কৃষি বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কৃষিবিদ আশরাফুল ইসলাম স্বপন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হালিমা রহমান, বেসরকারী সংস্থা বিষয়ক সম্পাদক মিরুল ইসলাম, সহ প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক নূরুল ইসলাম ইসলাম (বাদশা), মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম তোতা, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি আবুল কালাম প্রমুখ। প্রধান বক্তা ছিলেন জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ও মেহেরপুর সরকারী কলেজের সাবেক ভিপি -জিএস ওয়াসিম সাজ্জাদ (লিখন)। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মুজিবনগর উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান টিটু। অনুষ্ঠানের ২য় পর্বে জাহিদ হাসান রাজিবকে কূষকলীগের মুজিবনগর উপজেলার সভাপতি নির্বাচিত করা হয়, শাহিনুজ্জামান মানিককে মুজিব নগর উপজেলার সাধারন সম্পাদক নির্বাচিতকরা হয়। আস্কার আলীকে সহ-সভাপতি ও আরোজ আলীকে সাংগঠনিক সম্পাদক করে ৭১সদস্য বিশিষ্ট মুজিবনগর উপজেলার কৃষকলীগের কমিটি গঠন করা হয়।