মুজিবনগর আসছেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি
আগামী ২০ অক্টোবর মেহেরপুরের মুজিবনগর আসছেন,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি।
মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ নাজমুল হক ভূঁইয়া স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানা গেছে। একদিনের সফরে মেহেরপুরে আসছেন। সফর সূচী অনুযায়ী সোমবার রাতে মন্ত্রী মুজিবনগরে পৌঁছাবেন এবং পরদিন মঙ্গলবার মুজিবনগর পরিদর্শন মুজিবনগর মুক্তিযুদ্ধ স্মৃতি কেন্দ্র স্থাপন “শীর্ষক নতুন প্রকল্পের কার্যক্রম চূড়ান্ত করণের নিমিত্তে প্রকল্প এলাকা পরিদর্শন, প্রকল্পের কার্যক্রম ও ব্যয় পর্যালোচনা বিষয়ক সভায় যোগদান করার লক্ষ্যে মন্ত্রীর এই সফর।