মুজিবনগর আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ
মেহেরপুরের মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মলনে সভাপতি রফিকুল ইসলাম তোতা এবং সাধারণ সম্পাদক প্রফেসর আবুল কালাম আজাদ। সম্মলনে সভাপতি পদে সদ্য বিদায়ী সভাপতি জিয়াউদ্দিন বিশ্বাস পার্থিতা প্রত্যাহার করে নেওয়ায় রফিকুল ইসলাম তোতা বিনা প্রতিদন্দিতায় সভাপতি ও ৮ জন কাউন্সিলরের ভোটের মাধ্যমে প্রফেসর আবুল কালাম আজাদ সম্পাদক নির্বাচিত হয়। সোমবার দুপুর ৩ টার দিকে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সভাপতি ও সম্পাদকের নাম ঘোষনা করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক।
এর আগেসোমবার সকার ১১টার দিকে অধিবেশনে প্রধান অতিথি আসার পুর্ব মুহুর্তে স্টেজে আসন গ্রহন কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে চেয়ার ,বাশর লাঠি ও গাছের ডাল দিয়ে দফায় দফায় সংঘর্ষ হয়। সংঘর্ষে মহিলা সহ বেশ কয়েকজন আহত হয়েছেন।পরবর্তিতে পুলিশ লাঠিচার্য করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পরে ১২ টার দিকে মুজিবনগর অডিটোরিয়ামে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হয়। সম্মেলনের ১ম অধিবেশনের সভাপতিত্ব করেন মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সদ্য বিদায়ী সভাপতি জিয়াউদ্দিন বিশ্বাস। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বি এম মোজাম্মেল হক, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন এমপি।
বক্তব্য দেন, বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাহী সদস্য পারভিন জামান কল্পনা, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, মেহেরপুর ১ আসনের সাবেক সংসদ জয়নাল আবেদীন, অধ্যাপক আব্দুল মান্নান, চুয়াডাঙ্গা ২ আসনের সংসদ সদস্য আলী আজগর টগর, মেহেরপুর ২ আসনের সংসদ সদস্য ও গাংনী উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহিদুজ্জামান খোকন।
এসময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রশাসক গোলাম রসুল, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বোরহান উদ্দিন চুন্নু, সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম মোমিন, মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়া উদ্দিন বিশ্বাস প্রমুখ।