মুজিবনগরে ৩ জুয়াড়ি আটক
মেহেরপুরের মুজিবনগরে ৪ জুয়াড়িকে আটক করেছে থানা পুলিশ।গতকাল সোমার রাত সাড়ে ৯টার দিকে তাদের আটক করে।আটককৃতরা হলেন,মুজিবনগর উপজেলার রশিকপুর গ্রামের মৃত,কেয়ামতদ্দিন এর ছেলে মুজিদুল শেখ(৪০),মৃত,সার্থক গাইন এর ছেলে শাহিন গাইন(৪০) ও মৃত,তাহাজদ্দীন এর ছেলে আকামুখ শেখ(৩৫)।
মুজিবনগর থানার ওসি আব্দুল হাশেম জানান, মেহেরপুর মুজিবনগর উপজেলার রশিদপুর খাঁ পাড়ায় জুয়া খেলা চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তিনজনকে আটক করে।আটককৃতদের কাছে থেকে ৬হাজার ১শত ৬৬ টাকা,৩ টা মোবাইল ও ১ সেট তাসসেট জব্দ কর হয়।আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতের মাধ্যমে মেহেরপুর কারাগারে পাঠানো হবে বলেও জানান তিনি।