মুজিবনগরে হেরোইনসহ তাঁতী লীগ নেতা বীর আটক
মেহেরপুরের মুজিবনগর থেকে ১ গ্রাম হেরোইনসহ উপজেলা তাঁতী লীগের যুগ্ম আহবায়ক আশাদুজ্জামান বীর কে আটক করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।
সোমবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলা বল্লবপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক বীর খেজমত আলীর ছেলে।
মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, আশাদুজ্জামান বীর হেরোইন নিয়ে তারা বাসায় অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক শাহাজালাল খাঁনের নেতৃত্বে তার বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তল্লাশি চালিয়ে তার বাড়িতে এক গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ সময় তাকে হাতেনাতে আটক করা হয়। আটকের পর তার নামে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে মুজিবনগর থানায় তাকে সোপর্দ করা হয়।
মুজিবনগর থানা অফিসার ইনচার্জ আব্দুল হাশেম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম তাকে আটক করে মামলা দিয়ে মুজিবনগর থানায় সোপর্দ করেছে। তাকে আদালতের মাধ্যেমে জেল হাজতে প্রেরন করা হবে।