মুজিবনগরে স্বামীর বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ
মেহেরপুরের মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামের রিতা খাতুন(৩০) নামের দুই সন্তানের জননীকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। শুক্রবার(৬ জানুয়ারী) রাতে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা তার মৃত্যু হয়। রিতা খাতুন মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামের জাকারুল ইসলামের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, গত রবিবার(১ জানুয়ারী) রাতে পারিবারিক কলহর জোর ধরে জাকিরুল বাইলিট(হাসুয়া ধার দেওয়ার কাঠ) দিয়ে তার স্ত্রী রিতা খাতুনের মাথায় আঘাত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা হলি ফ্যামিলি হাসপাতালে রেফার করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার(৬ জানুয়ারী)রাতে তার মৃত্যু হয়।
মুজিবনগর থানার ওসি মেহেদি রাসেল জানান, রিতার মায়ের পরিবারের পক্ষ থেকে জাকারুল বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।যার মামলা নং-৩,তারিখ-০৭-০১-২৩।