মুজিবনগরে স্বাধীনতা সড়ক পরিদর্শনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  06:24 AM, 18 January 2021

মুজিবনগরে স্বাধীনতা সড়ক পরিদর্শন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৫ জনের একটি প্রতিনিধি দল।
রবিবার সকালে তারা মুজিবনগর স্বাধীনতা সড়ক পরিদর্শন করেন। এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয় (সুরক্ষা ও ইমিগ্রেশন) অতিরিক্ত সচিব ও প্রতিনিধি দলনেতা আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে মুজিবনগর সৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করেন। পুষ্পমাল্য অর্পণের সময় প্রোগ্রামের সমন্বয়কারী (ইমিগ্রেশন-৫) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সম্পাদক এ এস এম জাকির হুসাইন, যুগ্ম সম্পাদক ও পরিচালক (ট্র্যাফিক) এবং বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের সদস্য মোস্তফা কামাল মজুমদার, (দক্ষিণ এশিয়া) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব দীন মুহাম্মদ ইমাদুল হক, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) দ্বিতীয় সচিব আক্তার হোসেন ও (দক্ষিণ এশিয়া-১) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সচিব ইফতেখার আহমেদ উপস্থিত ছিলেন। পুষ্পমাল্য অর্পণ শেষে প্রিতিনিধি দল মুজিবনগর স্বাধীনতা সড়ক পরিদর্শন করেন। পরিদর্শনকালে মেহেরপুর জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান, পুলিশ সুপার এস এম মুরাদ আলি, মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকার, সহকারী কমিশনার ভূমি নাজমুল আলম প্রতিনিধি দলের সঙ্গে ছিলেন।

 

আপনার মতামত লিখুন :