মুজিবনগরে স্ত্রী হত্যার অভিযোগ স্বামী গ্রেপ্তার
(আপডেট)স্বামীর কাঠের বালিটের (দেশীয় অস্ত্র ধারালো করণ কাঠ) আঘাতে রিতা খাতুন (৩০) নামের এক গৃহবধুর চিকিৎসাধিন অবস্থায় মৃত্যু ঘটেছে। শুক্রবার রাতে ঢাকার একটি হাসপাতালে তার মৃত্যু ঘটে। রিতা খাতুন মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামের জাকারুল ইসলামের স্ত্রী।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত রোববার (১লা জানুয়ারী) রাতে পারিবারিক কলহের জের ধরে জাকিরুল বালিট দিয়ে তার স্ত্রী রিতা খাতুনের মাথায় আঘাত করে। পরে পরিবারের লোকজন তাকে প্রথমে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ঢাকা হলি ফ্যামিলি হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রাতেই রিতা খাতুনের মরদেহ বাড়িতে আনা হয়।
মুজিবনগর থানা ভারপ্রাপ্ত কর্মকতার্ (ওসি) মেহেদি রাসেল জানান, রিতার মায়ের পক্ষ থেকে জাকারুল ইসলামের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। যার মামলা নং-৩, তারিখ: ০৭/০১/২৩। রিতা খাতুনের স্বামী জাকারুলকে গ্রেপ্তার করা হয়েছে।