মুজিবনগরে সড়ক দুর্ঘটনায় আহত-৩

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  07:32 PM, 12 February 2022

মেহেরপুরের মুজিবনগরে ট্রাকের সাথে মটরসাইকেলের সংঘর্ষ ভাই-বোনসহ ৩ জন গুরুতর আহত হয়েছে।

শনিবার বিকালে মুজিবনগর তেলপাম্পের কাছে এ দুর্ঘটনা ঘটে। আহত ব্যাক্তিরা হলেন, জয়পুর গ্রামের আব্দুল মজিদের ছেলে আবু সাঈদ(৪০),তার বোন বাগোয়ান গ্রামের মিনারুল ইসলামের স্ত্রী সাবনিলা(৩০) ও ভাগনি মাইমুনা (৫)।

জানা গেছে,আবু সাঈদ তার বোন সাবনিলা ও ভাগনিকে নিয়ে পাম্প থেকে মটরসাইকেলে তেল ভরে রাস্তায় উঠছিলো। এমন সময় মেহেরপুরের দিক থেকে একটি ট্রাক চলে আসলে তার সাথে ধাক্কা লাগে। ধাক্কা লাগলে ৩ জনই মাটিতে পরে গিয়ে আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে মুজিবনগর সরকারী স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে আসে।

এদিকে আবু সাঈদ ও বাচ্চাটার অবস্থা আশংকাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের মেহেরপুর জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়।

আপনার মতামত লিখুন :