মুজিবনগরে মোটরসাইকেলসহ ফেন্সিডিল উদ্ধার,মাদক ব্যবসায়ী পলাতক

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  10:04 AM, 20 July 2022

মেহেরপুরের মুজিবনগর থানা পুলিশের অভিযানে ১১০বোতল ফেন্সিডিলসহ একটি মোটরসাইকেল আটক করেছে পুলিশ, এ সময় পুলিশের উপস্থিত টের পেয়ে মোটরসাইকেল ফেলে পালিয়ে যায় মাদক ব্যবসায়ীরা। গতকাল মঙ্গলবার(১৯-ই জুলাই) বেলা ৩ টার দিকে এ মাদক বিরোধী অভিযান পরিচালিত হয়।

মুজিবনগর থানার অফিসার ইনচার্জ(ওসি) মেহেদী রাসেল গাংনীর চোখ’কে জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই প্রলয় রায় ও এএসআই দরবেশ সঙ্গে সঙ্গে অভিযান চালিয়ে মুজিবনগর উপজেলার বাবুয়ান ইউনিয়নের তারানগর দারোগা পাড়ার তিন রাস্তা মোড়ে অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আনন্দবাস গ্রামের ফিল্ড পাড়ার জাব্বার আলীর ছেলে সুজন আলী(৪৫) একটি tvs স্ট্রাইক মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। মোটরসাইকেল থাকা ১১০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে থানে নিয়ে যায় পুলিশ। তিনি আরো জানান, উদ্ধারকৃত ফেন্সিডিল ও মোটরসাইকেল কি জব্দ তালিকায় রেখে,পলাতক আসামী সুজন আলীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দেওয়া হয়েছে এবং আসামিকে আটকের চেষ্টা চলছে।

 

আপনার মতামত লিখুন :