মুজিবনগরে ভ্রাম্যমাণ আদালতে গাঁজা সেবনকারীর কারাদন্ড

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  06:16 AM, 28 March 2021

মেহেরপুরের মুজিবনগরে গাঁজা সেবনকারী এক ব্যক্তিকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান ও ১ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার দুপুরে মুজিবনগর সহকারী কমিশনার (ভূমি) নাজমুল আলম এ কারাদন্ড প্রদান করেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মুজিবনগর উপজেলার রশিকপুর ব্রীজের পাশ থেকে সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার বাগোয়ান ইউনিয়নের বল্লভপুর গ্রামের শান্তি মল্লিকের ছেলে নীল মল্লিককে ৪০ গ্রাম গাঁজা সহ রতনপুর পুলিশ ফাড়ির এস আই নাজমুল ও এ এস আই রাশেদ আটক করে। পরে তাকে মুজিবনগর উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের দপ্তরে নিয়ে আসলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৪২ এর ১ ধারায় ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড এবং ১ হাজার টাকা জরিমানা প্রদান করে। এসময় জনসম্মুখে গাজা পুড়িয়ে বিনিষ্ট করা হয়।

আপনার মতামত লিখুন :