মুজিবনগরে বুদ্ধ’র মরদেহ উদ্ধার
মেহেরপুরের মুজিবনগরে নিয়াজ মন্ডল(৭৫) নামের এক বৃদ্ধ’র মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুর ১টার দিকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ।নিয়াজ মন্ডল মুজিবনগর উপজেলার বিশ্বনাথপুর গ্রামের মৃত মিষ্টি মন্ডলের ছেলে।
মুজিবনগর থানার ওসি মেহেদী রাসেল জানান, গতকাল সকাল থেকে নিয়াজ মন্ডল বাড়ি থেকে নিখোঁজ হন।পরে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে না পেয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করেন। স্থানীয়র বরাত দিয়ে জানতে পারি মুজিবনগর উপজেলার শিবপুর গ্রামের বড় মসজিদের পুকুরে মৃতদেহ ভাসছে এমন সংবাদে থানা পুলিশের একটি টিম মরদেহ উদ্ধার করে আনে। মরদেহের ময়না তদন্ত শেষে,পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।