মুজিবনগরে বিদ্যুত স্পৃষ্টে কলেজ ছাত্রের মৃত্যু
মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার মানিকনগর গ্রামে বিদ্যুত স্পৃষ্ট হয়ে আবু তুহিন (২৩) নামের এক কলেজ ছাত্র মারা গেছেন। নিহত আবু তুহিন মুজিবনগর সরকারী ডিগ্রী কলেজে বিএ দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ও মানিকনগর গ্রামের জাব্বার আলী মন্ডলের ছেলে।
আজ রোববার সকাল ৯টার দিকে নিহতের ঘটনা ঘটে।
নিহত আবু তুহিনের বাবা জাব্বার আলী মন্ডল জানান আমার বড় ছেলে তুহিন বাড়ির আঙ্গিনার একটি কম্পোষ্ট সারের গর্ত থেকে সার উঠাচ্ছিল। এসময় স্যার গর্তের পাশে একটি বিদ্যুতের মটর লাইন ছিল। তুহিন বিদ্যুতের তার সরাতে গিয়ে বিদ্যুতের তারে শরীর স্পর্শ করে। এসময় সে গুরুতর আহত হয়। প্রতিবেশীরা তাকে উদ্ধার করে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে,কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।
মুজিবনগর থানার সেকেন্ড অফিসার এসআই মোমিন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
মুজিবনগর থানার ওসি আব্দুল হাশেম জানান নিহতের মরদেহ উদ্ধারের প্রক্রিয়া চলছে।