মুজিবনগরে ফেন্সিডিলসহ স্বাসী-স্ত্রী আটক
মেহেরপুরের মুজিবনগরে ৫০বোতল ফেন্সিডিলসহ স্বাসী-স্ত্রী আটক করেছে পুলিশ।আজ শনিবার সকাল সাড়ে ৬টার দিকে মুজিবনগর উপজেলার কেদারগঞ্জ এলাকার হরেনের বটতলার নামক স্থান থেকে তাদের আটক করে। আটককৃতরা হলো,ঢাকা পল্লবী আব্দুল মান্নানের ছেলে তানভীর হোসেন(৫০) ও তার স্ত্রী স্বর্ণা খাতুন(৩৫)।
মজিবনগর থানার ওসি উজ্জ্বল কুমার দত্ত জানান, মাদক পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআই ইসরাফিল এর নেতৃত্বে অভিযান চালিয়ে ৫০ বোতল ফেন্সিডিলসহ তাদের আটক করে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।