মুজিবনগরে ফেন্সিডিলসহ আটক-২
মেহেরপুরের মুজিবনগরে ৪৪বোতল ফেন্সিডিলসহ দু মাদক কারবারিকে আটক করেছ পুলিশ। আজ মঙ্গলবার সকালে তাদের আটক করে। আটককৃতরা হলো, মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামের মৃত খোকা শেখের ছেলে জাহাঙ্গীর শেখ (৪০) ও একই গ্রামের আসান খাঁর ছেলে কাদের খাঁ (৩৫)।
মুজিবনগর থানার ওসি উজ্জ্বল কুমার দত্ত জানান, মাদক নিয়ে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪৪ বোতল ফেলসিডিলসহ জাহাঙ্গীর ও কাদেরকে আটক করে পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা পূর্বক আদালতে সোপর্দ করা হয়েছে।