মুজিবনগরে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক
মোঃ কামাল হোসেন খাঁনঃমেহেরপুরের মুজিবনগর থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ২৫ বোতল ফেনসিডিল সহ মাদক ব্যবসায়ী আটক করেছে রতনপুর ক্যাম্প পুলিশ। মঙ্গলবার সকালে মুজিব নগর উপজেলার আনন্দবাস গ্রামে অভিযান চালিয়ে ভারতীয় মাদকদ্রব্য ফেন্সিডিলসহ আটক করা হয়।
থানা সূত্রে জানা গেছে, মুজিবনগর থানাধীন আনন্দবাস গ্রামস্থ আসামী গোলাম শেখ(৪২), পিতা-মৃত নাছির শেখ, আনন্দবাস (পূর্বপাড়া) এর বসত বাড়ীর সামনে রান্না ঘরের মধ্যে ২৫ বোতল ভারতীয় মাদকদ্রব্য ফেন্সিডিলসহ তাকে আটক করেছে পুলিশ।
রতনপুর ক্যাম্পের এস আই প্রহলাদ রায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা আনন্দবাস গ্রামে অভিযান চালিয়ে গোলাম শেখ বিক্রয়ের উদ্দেশ্যে ভারতীয় অবৈধ মাদক দ্রব্য ফেনসিডিল হেফাজতে রেখেছে। এসময় ২৫ (পটিশ) বোতল ফেনসিডিল যার মূল্য ৫০,০০০/- টাকার মাল উদ্ধার করি। তার বিরুদ্ধে ৩৬(১) সারণির ১৪(খ) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।