মুজিবনগরে পৃথকভাবে আওয়ামীলীগের শোক দিবস পালন
স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৬ তম শাহাদত বার্ষিকী জাতীয় শোক দিবস পৃথকভাবে পালন করেছে মুজিবনগর উপজেলা আওয়ামীলীগ।
রবিবার সকালে শোক দিবস উপলক্ষে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়াউদ্দীন বিশ্বাসের নেতৃত্বে মুজিবনগর কমপ্লেক্স বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা আওয়ামীলীগ। পুষ্পমাল্য অর্পণ শেষে কেদারগন্জ বাজার উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জিয়াউদ্দিন বিশ্বাসের সভাপতিত্বে সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মোল্লা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা খাতুন।
মহাজনপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রেজাউল রহমান(নান্নু) ,সাধারণ সম্পাদক আব্দুর রশিদ (বল্টু), মোনাখালী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জামাত আলী , বাগোয়ান ইউনিয়নের আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং বাজার কমিটির সভাপতি কুতুবউদ্দীন মল্লিক,দারিয়াপুর ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র যুগ্ন সম্পাদক মাহবুব আলম, , বাগোয়ান ইউনিয়ন যুবলীগের সভাপতি আজিজুর রহমান মুংলা সাধারণ সম্পাদক বাবুল মল্লিক, ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসলাম ঝুটিকা, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম,৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সুজিত মন্ডল,সাধারণ সম্পাদক দানিয়েল মোল্লা,উপজেলা কাঁচা মাল ব্যাবসায়ী কমিটির সভাপতি সোহেল রানা,মোনাখালি ইউনিয়ন ১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান (সোনা),দারিয়াপুর ইউনিয়ন ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ইয়ামিন আলী,বাগোয়ান ইউনিয়ন ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন,ওয়ার্ড সদস্য আনোয়ারুল ইসলাম, শংকর বিশ্বাস প্রমূখ।
অনুরুপ,পৃথকভাবে মুজিবনগর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও মহাজনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমাম হোসেন মিলুর নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আওয়ামীলীগের ব্যানারে পুষ্পমাল্য অর্পন করে শ্রদ্ধা নিবেদন জানান উপজেলা আওয়ামীলীগ।
পরে মুজিবনগর পি ডব্লিউ ডি রেষ্ট হাউজ চত্বরে শোক দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য রফিকুল ইসলাম তোতা।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও মহাজনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমাম হোসেন মিলু।
এ সময় উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও বাগোয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়ূব হোসেন,জেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য গোলাম মোস্তফা মোনাখালী ইউপি চেয়ারম্যান মোফিজুর রহমান,দারিয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌফিকুল বারী বকুল।
উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান চান্দুর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য বাগোয়ান ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মজিবার রহমান মধু,সাধারন সম্পাদক নজরুল ইসলাম,মোনাখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম(অপা গাইন),দারিয়াপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মুস্তাকিম হক খোকন,সাধারন সম্পাদক মঈনুল ইসলাম, মুজিবনগর উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক শেখ সাদী,মেহেরপুর জেলা যুবমহিলালীগের সাধারন সম্পাদক এ্যাড,রুৎসোভা মন্ডল,উপজেলা যুব মহিলালীগের সভাপতি তহমিনা খাতুন,মুজিবনগর উপজেলা শ্রমিকলীগের সভাপতি আবুল কালাম আজাদ,উপজেলা ছাত্রলীগের সভাপতি হেলাল উদ্দীন,সম্পাদক শেখ শাকিব লাভলু প্রমুখ।