মুজিবনগরে নগদ অর্থ ও ত্রান সামগ্রী উপহার বিতরণ

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  01:35 PM, 05 July 2021

কোভিড-১৯ দূর্যোগ মোকাবিলায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নগদ অর্থও ত্রান সামগ্রী উপহার বিতরণ করা হয়েছে। মুজিবনগর উপজেলার দারিয়াপুর ইউনিয়নে কর্মহীন,চা বিক্রেতা, ফুচকা বিক্রেতা,সেলুন কর্মী,ফেরিওয়ালা,তালিকাভূক্ত ভিক্ষুকদের মাঝে চাউল ১০ কেজি,ডাউল ১ কেজি ,লবন ১ কেজি,চিনি ১ কেজি,সয়াবিন তেল ২ লিটার, সেমাই ২০০গ্রাম,আলু ২ কেজি,সাবান,মাস্ক ও নগদ ৫শ টাকা করে বিতরন করা হয়।

সোমবার দুপুরের দিকে দারিয়াপুর ইউনিয়নের ৩শ জনের মধ্যে এ সকল খাদ্য সামগ্রী বিতরন করা হয়।মুজিবনগর উপজেলা নির্বাহি অফিসার সুজন সরকার উপস্থিত থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেন এ সময় দারিয়াপুর ইউনিয়ন এর চেয়ারম্যান তৌফিকুল বারী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিপ্লব কুমার কুন্ডু, দারিয়াপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তাকিন খোকন প্রমুখ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :