মুজিবনগরে দৈনিক ভোরের কাগজের ভুয়া সাংবাদিক শনাক্ত

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  07:23 PM, 16 July 2022

মেহেরপুরের মুজিবনগরে বাংলাদেশের প্রথম সারির বহুল প্রচলিত পত্রিকা দৈনিক ভোরের কাগজের নামে ভুয়া পরিচয় দিয়ে সাংবাদিকতা করছেন উপজেলার বল্লভপুর গ্রামের মৃত আবেদ আলি মোল্লার ছেলে আব্দুস সালাম মোল্লা নামের এক কথিত সাংবাদিক।

গত ১৫ জুলাই দৈনিক ভোরের কাগজের পরিচয় দিয়ে বাংলাদেশ সাংবাদিক সমিতি নামের এক কথিত সংগঠনের সহ সভাপতি হয়েছেন তিনি। এ বিষয়ে কথিত ঐ সাংবাদিকের কাছে পরিচয় পত্র দেখতে চাইলে সে কোন পরিচয় পত্র দেখাতে পারিনি এবং ভোরের কাগজের অফিসে যোগাযোগ করা হলে আব্দুস সালাম নামে মুজিবনগরে কোন প্রতিনিধি নেই বলেও জানায় পত্রিকা অফিস।

এ ঘটনায় মুজিবনগর থানায় মৌখিক ভাবে অভিযোগ জানিয়েছে ভোরের কাগজের জেলা প্রতিনিধি মুর্তজা ফারুক রুপক ।এ সময় মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মেহেদি রাসেল তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।

 

আপনার মতামত লিখুন :