মুজিবনগরে দুইদিন ব্যাপি উন্নয়ন মেলার উদ্বোধন

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  06:14 AM, 28 March 2021

স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে মুজিবনগরে দুইদিন ব্যাপি উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে মুজিবনগর উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ১১টার দিকে উপজেলা চত্তর থেকে উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকারের নেতৃত্বে একটি র‌্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিন শেষে মেলা চত্তরে ফিতা কেটে উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়। পরে মেলা চত্তরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মোল্লা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল আলম, উপজেলা কৃষি অফিসার আনিছুজ্জামান খান, মুজিবনগর থানা অফিসার ইনচার্জ আব্দুল হাশেম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিপ্লব কুমার কুন্ড, বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ুব হোসেন প্রমূখ। স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশ শীর্ষক দুইদিন ব্যাপি উন্নয়ন মেলায় উপজেলার বিভিন্ন দপ্তর ও সংস্থার ৩৭টি স্টল অংশগ্রহন করছে।

আপনার মতামত লিখুন :