মুজিবনগরে দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত
‘উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ’ প্রতিপাদ্যে মুজিবনগরে ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত। সোমবার (৭নভেম্বর) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এ মেলার উদ্বোধন করা হয়।
বিজ্ঞান শিক্ষাকে উৎসাহিত করার লক্ষ্যে উপজেলা প্রশাসন আয়োজিত মেলায় উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাসের নেতৃত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) লিউজা উল-জান্নাহ। তিনি তার উদ্বোধনী বক্তব্যের মধ্য দিয়ে মেলার উদ্বোধন ঘোষণা করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মোল্লা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা খাতুন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল, বাগোয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেন, বাগেয়ান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম, মোনাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম গাইন, সিনিয়র মৎস্য কর্মকর্তা শহিদুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা রকিব উদ্দিন , সমাজসেবা কর্মকর্তা আব্দুর রব প্রমূখ। মেলায় চারটি প্যাভিলিয়নে অংশগ্রহণ করেছে, প্যাভিলিয়ন-১ কৃষি অফিস, সমাজ সেবা অফিস, ডিজিটাল সেবা প্যাভিলিয়ন-২ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, উপজেলা ভূমি অফিস, মুজিবনগর উপজেলা নির্বাচন অফিস, মুজিবনগর থানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরিবার পরিকল্পনা অফিস, হাতের মুঠোয় সেবা। প্যাভিলিয়ন-৩ ব্যাংক, ইউনিয়ন ডিজিটাল সেন্টার উপজেলা মৎস্য ও প্রাণী সম্পদ অফিস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, উপজেলা শিক্ষা অফিস প্যাভিলিয়ন-৪ মুজিবনগর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, যুব উন্নয়ন অধিদপ্তর, মহিলা বিষয়ক অধিদপ্তর, বিআরডিবি, আনসার ও ভিডিপি অফিস।
সার্বিক আইনশৃঙ্খলা দায়িত্বে ছিলেন মুজিবনগর থানা পুলিশ। এই মেলাটি বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাপ্ত হয়।