মুজিবনগরে গুডনেইবারর্স এর বিজ্ঞান মেলা অনুষ্ঠিত
মেহেরপুরের মুজিবনগরে গুডনেইবারর্স বাংলাদেশ মেহেরপুর সিডিপি এর আয়োজনে, স্কুলের শিক্ষার্থীদের বিভিন্ন আবিষ্কার নিয়ে বিজ্ঞান মেলা- ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে উপজেলার গোপালনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে এই বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়।
মুজিবনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মামুন উদ্দীন আল আজাদ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই বিজ্ঞান মেলা উদ্বোধন করেন।
প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ প্রত্যেকটি স্টল পরিদর্শন শেষে দেশ ও মানুষের কল্যাণে শ্রেষ্ঠ উদ্ভাবনী প্রজেক্ট উপস্থাপনকারী ৩টি স্কুলকে নির্বাচিত করে তাদের পুরস্কৃত করা হয়।
পরে বিজ্ঞান উৎসব স্থলে আলোচনা সভা পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় গুডনেইবারর্স মেহেরপুর সিডিপি এর ম্যানেজার সুব্রত টুডুর সভাপতিত্বে এবং সিনিয়র অফিসার (প্রোগ্রাম) রিফাত আল মাহমুদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুজিবনগর উপজেলা মাধ্যমিক অফিসার মামুন উদ্দিন আল আজাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার হাসনাইন করিম, মুজিবনগর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইজারুল ইসলাম। গোপালনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল ইসলাম সহ উপজেলার অংশগ্রহণকারী স্কুলের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ।বিজ্ঞান মেলায় মানবতার কল্যানে ব্যাবহিত বিভিন্ন বিজ্ঞানভিত্তিক প্রজেক্ট নিয়ে ২০টি মাধ্যমিক স্কুল অংশগ্রহণ করে।
বিজ্ঞান মেলায় প্রথম স্থান অধিকার করে বল্লভপুর মিশন মাধ্যমিক বিদ্যালয়, দ্বিতীয় স্থান অধিকার করে শিবপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, তৃতীয় স্থান অধিকার করে আয়েশা নগর দাখিল মাদ্রাসা।
মেলা শেষে অংশগ্রহনকারী প্রত্যেক স্কুলতে সার্টিফিকেট এবং বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।