মুজিবনগরে গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক
মেহেরপুরের মুজিবনগরে ৪শ গ্রাম গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে মুজিবনগর থানা পুলিশ। শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মুজিবনগর উপজেলার পুরন্দপর গ্রামের বাসাদ আলির ছেলে সবুজ (২৫), ইবাদুল মালিথার ছেলে বিভান (৩০) এবং কামাল উদ্দিন এর ছেলে লাল মিয়াকে গৌরিনগর গ্রামের উত্তরপাড়ার আসান শেখের নির্মানাধীন পাকা ঘরের পার্শে মাঠে যাওয়ার রাস্তার উপর থেকে তাদের আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে বিক্রয়ের উদ্দ্যশে নিয়ে আশা ৪শত গ্রাম গাঁজা ও একটি মটরসাইকেল উদ্ধার করা হয়। মুজিবনগর থানার অফিসার ইনচার্য (ওসি) আব্দুল হাশেম জানান, গৌরিনগর গ্রামে মাঠের রাস্তার উপর গাঁজা বিক্রি করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআই প্রসেনজিত,এএসআই নাজমুল, এ এস আই মালেক কনেষ্টবল সামসুল সহ পুলিশের একটি টিম সেখানে অভিযান চালায় এ সময় তিনটি পলিথিনের ঝোলায় গাঁজা সহ তাদেরকে হাতেনাতে আটক করে মুজিবনগর থানায় নিয়ে আসা হয়।
আটককৃতদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১)১৯ এর ক ৩৮/৪১ ধারায় মামলা দিয়ে রবিবার দুপুরে আদালতে পাঠানো হবে বলেও জানিয়েছে ওসি আব্দুল হাশেম।