মুজিবনগরে গাঁজাসহ আটক-১
মেহেরপুরে মুজিবনগরে ১’শ গ্রাম গাঁজাসহ সাগর মন্ডল(২৮)নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।গতকাল শনিবার(২১আগস্ট) রাত ১০টার দিকে আটক করেছে।আটককৃত সাগর মন্ডল উপজেলার ভবেরপাড়া গ্রামের ফকিরপাড়ার ভ্যানিয়েন মন্ডলের ছেলে।
মুজিবনগর থানার ওসি আব্দুল হাসেম জানান, ভবেরপাড়া এলাকায় মাদক নিয়ে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআই সুভাষ কুমার, এসআই ইকবাল ফোর্স নিয়ে অভিযান চালিয়ে সাগর মন্ডল কে আটক করে। এ সময় তার কাছ থেকে ১’শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত সাগর মন্ডল এর নামে মুজিবনগর থানার নিয়মিত মামলা রুজু করা হয়েছে।