মুজিবনগরে গলায় ফাঁস দিয়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা
মেহেরপুরের মুজিবনগরে গলায় ফাঁস দিয়ে মিম খাতুন(১৫) নামের এক স্কুলছাত্রীর আত্মহত্যা ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। মিম খাতুন মুজিবনগর উপজেলার মোনাখালী ইউনিয়নের গোপাল নগর গ্রামের দক্ষিণ পাড়ার মিনারুল ইসলাম ও গোপালনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ১০ম শ্রেণীর শিক্ষার্থী।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, মিম স্কুল ও প্রাইভেট শেষ করে বাড়িতে এসে নিজ কক্ষে শুয়ে ছিল, এ সময় তার মা ভৈরব নদীতে গোসল করতে যাই।সয়ন কক্ষের দরজা বন্ধ থাকায় ডাকাডাকি করে সাড়া না পাওয়ায় হাসুয়া দিয়ে।ঘরের দরজার সিটকানি খুলে ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেচানো মিমকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে।পরে মিমের মায়ের আত্ম-চিৎকারে আশাপাশের লোকজন ছুটে আসে মিমের ঝুলন্ত লাশে নামিয়ে পুলিশকে খবর দেয় স্থানীরা।তবে কি কারণে আত্মহত্যা করেছে এবিষয়ে কেউ কিছুই বলতে পারছে না।
মুজিবনগর থানা অফিসার ইনচার্জ(ওসি) মেহেদী রাসেল জানান, আত্মার খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে তবে পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় স্কুল ছাত্রীর মৃতদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে।