মুজিবনগরে কৃষক সমাবেশ ও তিনদিন ব্যাপী কৃষি মেলার উদ্বোধন

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  04:07 PM, 18 March 2023

মেহেরপুরে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্প ও যশোর অঞ্চলের টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় কৃষক সমাবেশ ও তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে হয়েছে।শনিবার (১৮ মার্চ) দুপুর ২ টার সময় ঐতিহাসিক মুজিবনগর আম্রকানন প্রাঙ্গণে বাংলাদেশ সরকারের জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষক সমাবেশ ও কৃষি মেলার উদ্বোধন করেন।
যশোর অঞ্চলের টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোঃ আবু হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রাক্তন মহাপরিচালক কৃষিবিদ ড. মোহাম্মদ হামিদুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুরের জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান, অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শংকর কুমার মজুমদার, মুজিবনগর উপজেলা নিবার্হী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক মোখলেসুর রহমান, বাগোয়ান ইউপি চেয়ারম্যান আইয়ুব হোসেন।
অনুষ্ঠানে মেহেরপুর জেলার বিভিন্ন এলাকা থেকে কৃষক ও কৃষি উদ্যোক্তারা অংশগ্রহণ করেন।
তিন দিনব্যাপী কৃষি মেলায় কৃষি মেলায় জেলার বিভিন্ন এলাকার কৃষি উদ্যোক্তা ও জেলা কৃষি বিভাগের ১৪ টি-স্টল রয়েছে।

রাব্বি আহমেদ, মেহেরপুর
০১৭১৯-৩৯৩৩৪৪
১৮-০৩-২৩

আপনার মতামত লিখুন :