মুজিবনগরে কলার কান্দি কেটে দেওয়ার অভিযোগ
মেহেরপুরের মুজিবনগরে ১০কাঠা জমির ১৫০টি কলার কান্দি কেটে দেওয়ার অভিযোগ উঠেছে।রবিবার(৩০-অক্টোবর) দিবাগত রাতে মুজিবনগর উপজেলার বাগোয়ান গ্রামের পাকুড়তলার মাঠে এ ঘটনা ঘটে।
জমির মালিক শরিয়তউল্লাহ জানান,অন্য ১০কাঠা জমি লিজ নিয়ে ৩০হাজার টাকা খরচ করে কলা চাষ শুরু করি।রাতের আধারে কে বা কারা ১৫০টি কলার কান্দি কেটে দিয়েছে।তিনি আরো জানান,এই জমি সকল খরচ বাদ দিয়ে, অনুমানিক ১লক্ষ টাকার কলা বিক্রি হতো।
মুজিবনগর থানার ওসি মেহেদি রাসেল জানান,বিষয়টি শুনিয়েছি,লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।