মুজিবনগরে ইভটিজিং এর দায়ে যুবকের কারাদণ্ড
মেহেরপুরের মুজিবনগরে স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের দায়ে শফিকুল ইসলাম ( ২০) নামে এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার দুপুর সাড়ে ১২ টার দিকে মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনিমেষ বিশ্বাস ভ্রাম্যমান আদালতে এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত শফিকুল ইসলাম উপজেলার আনন্দবাসের মৃতঃ বকুলের ছেলে।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, মুজিবনগর উপজেলার জয়পুর তারানগর মাধ্যমিক বিদ্যালয় ছাত্রী আনন্দবাস গ্রামের পূর্বপাড়ার সুরাব উদ্দিন মেয়ে স্কুল থেকে বাড়ি ফেরার পথে ইভটিজিং করে শফিকুল ইসলাম।
স্থানীয়দের অভিযোগের ভিক্তিতে মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। পরে উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস ভ্রাম্যমান আদালতে শফিকুল ইসলাম দন্ডবিধি ১৮৬০-এর ৫০৯ ধারায় দোষী সাব্যস্ত করে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।