মুজিবনগরে আনসার ভিডিপি ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সমাবেশ অনুষ্ঠিত
মেহেরপুরের মুজিবনগরে আনসার ভিডিপি ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সমাবেশ-২০২২ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৯ মে), সকালের দিকে মুজিবনগর কমপ্লেক্স মিনি সংসদ অডিটোরিয়ামে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন
মুজিবনগর উপজেলা আনসার ভিডিপি অফিসার মিরাজুল ইসলাম।
উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় আয়োজিত ও প্রশিক্ষিকা ফেরদৌসী আরার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা আনসার ভিডিপি ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ডেন্ট সাহাদত হোসেন।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়াউদ্দিন বিশ্বাস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী রাসেল, উপজেলা কৃষি অফিসার আনিসুজ্জামান খান, ডিঙ্গেদহ-চুয়াডাঙ্গা ১৪ আনসার ব্যাটালিয়নের কোম্পানী কমান্ডার জাহিদুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তা শহিদুল ইসলাম ও মেহেরপুর সদর আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক এর ব্যবস্থাপক হেলাল উদ্দিন।
সমাবেশ শেষে বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠনে গার্ড অফ অনার প্রদানকারী ৩ জন আনসার সদস্যের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। একই সময়ে উপস্থিত অতিথিদের মাঝেও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
এসময় দায়িত্ব পালনে বিভিন্ন কৃতিত্ব অর্জন করায় ১০ জন আনসার ভিডিপি সদস্যকে পুরষ্কৃত করা হয়।