মুজিবনগরে অটোচালক হত্যা মামলায় গ্রেপ্তার-৩

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  02:48 PM, 01 November 2023

মেহেরপুরের মুজিবনগরে অটোচালক বিজন মোল্লা হত্যা মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে ঢাকা মিরপুর থেকে তথ্যপ্রযুক্তির সহায়তায় জেলা ডিবি পুলিশ ও মুজিবনগর থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারককৃতরা হলো, মুজিবনগর উপজেলার মোয়াখালী গ্রামের কাসেম আলী শেখের ছেলে সোহেল রানা(৩৮), ডাবলু শেখের ছেলে শাকিল শেখ(২৪), শরিফ উদ্দিনের ছেলে ডালিম(২০)।

মুজিবনগর থানার ওসি মেহেদী রাসেল জানান, গত বৃহস্পতিবার(২৬ অক্টোবার) বিকালে বিজন মোল্লার ইজিবাইক কয়েকজন ব্যক্তি ভাড়া করে চুয়াডাঙ্গা নিয়ে যায়। এরপর থেকেই সে নিখোঁজ ছিল। একদিন পর পরিবারের পক্ষ থেকে মুজিবনগর থানায় একটি জিডি করা হয়। ঘটনার পরদিন মুজিবনগর উপজেলার ভবানন্দপুর গ্রামের মাঠ থেকে ইজিবাইকটি উদ্ধার করা হলেও তখন বিজনের কোন সন্ধান মেলেনি। রবিবার(২৯ অক্টোবার) রাতে সাড়ে ১০টার দিকে মোনাখালী বিশ্বনাথপুর গ্রামের মাঝামাঝি ভৈরব নদের পাশে একটি বাঁশ বাগানের থেকে বিজনের অর্ধ গলিত লাশ উদ্ধার করে পুলিশ। তিনি আর জানার প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যার কথা স্বীকার করেন।

আপনার মতামত লিখুন :