মুজিবনগরের বিষপান আত্মহত্যা
মেহেরপুরের মুজিবনগরে মালা খাতুন(২৫) নামের এক নারীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। গতকাল সোমবার(১৫আগস্ট) দিবাগত মধ্যরাতে এ ঘটনা ঘটে।মালা খাতুন মুজিবনগর উপজেলার যাদবপুর গ্রামের মুজিবুল হকের মেয়ে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়,মালা খাতুন মায়ের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে নিজ ঘরে অবস্থান করে ঘাস মারার বিষ পান করলে। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষপানে আত্মহত্যার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন মুজিবনগর থানার ওসি আব্দুল হাসেম।