মুজিবনগরের বাগোয়ান ইউনিয়ন যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন
মেহেরপুরের মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়ন যুবলীগের উদ্যোগে বাগোয়ান ইউনিয়ন যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় মুজিবনগর উপজেলার কেদারগঞ্জ বাজারে বাগোয়ান ইউনিয়ন যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়।
মুজিবনগর উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান চাঁদুর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জিয়াউদ্দিন বিশ্বাস। সম্মেলনের উদ্বোধন করেন জেলা যুবলীগের আহ্বায়ক এবং মেহেরপুর পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটন।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম পেরেশান। সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য জয়নাল আবেদীন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট মিয়াজান আলী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম, মেহেরপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম রসুল, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, আব্দুল মান্নান, মেহেরপুর শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খ ম ইমতিয়াজ হারুন বিন জুয়েল, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য জেমস স্বপন মল্লিক বাবু, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী তহমিনা খাতুন, সাধারণ সম্পাদিকা লাভলি ইয়াসমিন, শহর সভাপতি রেহান মান্নান, আফরোজা খাতুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহাজনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেজাউর রহমান নান্নু, আওয়ামী লীগ নেতা জামাত আলী, মইনুল ইসলাম, কুতুব উদ্দিন মল্লিক।