মুজিবনগরের দারিয়াপুর ইউনিয়ন জামায়াতের আমির গ্রেপ্তার
মেহেরপুর মুজিবনগর উপজেলার দারিয়াপুর ইউনিয়নের জামায়াতের আমির মোস্তাফিজুর রহমান(৩৬)কে গ্রেপ্তার করেছে র্যাপিড একশন ব্যাটালিয়ন (র্যাব-১২) গাংনী ক্যাম্প। আজ বৃহস্পতিবার বিকাল পাঁচটার দিকে মুজিবনগর উপজেলার পুরন্দপুর কবরস্থানের সামনে থেকে থাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারককৃত মোস্তাফিজুর রহমান মুজিবনগর উপজেলার গৌড়ে নগর গ্রামের মৃত মশিউর রহমানের ছেলে।
র্যার-১২ গাংনী ক্যাম্পের কোম্পানির কমান্ডার মনিরুজ্জামান জানান, সরকার বিরোধী, সরকার উৎখাত ও অন্তঃর্ঘাতমূলক কার্যক্রমের পরিকল্পনার সাথে সরাসরি সম্পৃক্ততা পাওয়াই মুস্তাফিজুর রহমানকে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)/২৫-ডি ধারায় গ্রেপ্তার করা হয়। যার মামলা নং-০২,তারিখঃ ০১/১১/২৩ ইং। গ্রেপ্তারকৃত মুস্তাফিজুর রহমানকে মুজিবনগর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।