মুজিবনগরের গাঁজাসহ আটক-৩
মেহেরপুরের মুজিবনগরে ১’শ ৫০গ্রাম গাঁজাসহ ৩ মাদক কারবারি আটক করেছে থানা পুলিশ।গতকাল রবিবার(২২আগস্ট)রাত সাড়ে ১১টার দিকে তাদের আটক করে। আটককৃতরা হলো উপজেলার কোমরপুর গ্রামের মিয়ারুল মন্ডল এর ছেলে মোস্তাফিজুর রহমান(৩০), কুদ্দুস উদ্দিনের ছেলে ফেরদৌস(২৮), সিরাজুল ইসলামের ছেলে সোনা মিয়া(২৮)।
মুজিবনগর থানার ওসি আব্দুল হাসেম গাংনীর চোখ’কে জানান, উপজেলার কোমরপুর ক্যাম্প এলাকায় মাদক নিয়ে যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কোমরপুর এর ইনচার্জ এসআই মেজবাউর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ১’শ ৫০গ্রাম গাঁজাসহ মাদক কারবারি আটক করে এসময় তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।