মুক্তিযুদ্ধকালীন ঘটনাবহুল স্মৃতিগুলো মুজিবনগর তুলে ধরা হবে–জনপ্রশাসন প্রতিমন্ত্রী
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন বলেছেন মুক্তিযুদ্ধকালীন সময়ে সারাদেশে ঘটনাবহুল স্মৃতিগুলো ঐতিহাসিক মুজিবনগর তুলে ধরা হবে। প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন স্থান থেকে এই মুজিবনগর কে দেখতে আসেন, মুজিবনগরের রেল সংযোগ সহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড অব্যাহত রয়েছে।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বুধবার বিকালে মেহেরপুরের মুজিবনগর উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ যুব মহিলা লীগের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। মুজিবনগর উপজেলা যুব মহিলা লীগের সভানেত্রী তকলিমা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য জনপ্রশাসন প্রতিমন্ত্রী আরো বলেন, বর্তমান সরকারের উন্নয়নে যুব মহিলা লীগ ভূমিকা পালন করছে।
কর্মী সভায় বিশেষ অতিথির বক্তব্যে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের পত্নী ও যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সৈয়দা মোনালিসা বলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন মেহেরপুর জেলা মুজিবনগর এর উন্নয়নের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছেন, কিভাবে মুজিবনগর কে সাজানো যায়, মুজিবনগরের মানুষের উপকার করা যায় সেই নিয়ে তিনি কাজ করে চলেছেন।
সৈয়দা মোনালিসা বলেন, মেহেরপুরের মানুষ যাতে সুখে শান্তিতে বসবাস করতে পারে সেই লক্ষে কাজ করে চলেছে। মেহেরপুর জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদিকা রুতশোভা মন্ডল এর সঞ্চালনায় কর্মী সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা যুব মহিলা লীগের সভানেত্রী সামিউন বাসির পলি, সাংগঠনিক সম্পাদক তসলিমা সাদেক, সদর থানা যুব মহিলা লীগের সভাপতি লতিফুন্নেছা লতা, মোনাখালী ইউনিয়ন যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক মরিয়ম খাতুন, মহাজনপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি গুলশান আরা, মোনাখালী ইউনিয়ন যুব মহিলা লীগের সভাপতি শিমুল রেজা, দারিয়াপুর ইউনিয়ন যুব মহিলা লীগের সভাপতি শেফালী খাতুন, সাধারণ সম্পাদক শাহিনা খাতুন,বাগোয়ান ইউনিয়ন যুব মহিলা লীগের সভাপতি লিপিকা।