মারা গেছেন জয় প্রকাশ রেড্ডি
জয় প্রকাশ রেড্ডি এমন একজন চরিত্রাভিনেতা, যাঁকে অসংখ্য ভারতীয় ছবিতে দেখা গেছে। বিশেষ করে দক্ষিণ ভারতীয় ছবিতে তাঁর ছিল বর্ণাঢ্য চলচ্চিত্র ক্যারিয়ার। সব ফেলে আজ সকালে তিনি চলে যান না ফেরার দেশে। মঙ্গলবার সকালে অন্ধ্র প্রদেশের গুন্টুরে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি।
বিভিন্ন ভারতীয় গণমাধ্যম ও টুইটার সূত্রে জানা গেছে, জয় প্রকাশ রেড্ডি হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। যিনি চরিত্রাভিনেতা ও কমেডিয়ান হিসেবে বিভিন্ন চলচ্চিত্রে অভিনয় করেছেন। ছিলেন আল্লাগাড্ডার বাসিন্দা। তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিজের একটা আলাদা পরিচিতি গড়ে তুলেছিলেন তিনি। তাঁর প্রয়াণের খবর শুনে শোকের ছায়া নেমে আসে তেলেগু ছবির জগতে। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন অভিনেতা মহেশ বাবু।
তিনি টুইটে লিখেছেন, ‘হঠাৎ চলে গেলেন জয় প্রকাশ রেডি, গুরু। তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম সেরা অভিনেতা-কৌতুক অভিনেতা। তাঁর সঙ্গে কাজের অভিজ্ঞতা মনে থাকবে আজীবন। তাঁর পরিবার ও প্রিয়জনদের প্রতি আন্তরিক সমবেদনা।’