মাদক রাখার অভিযোগে এক ব্যক্তির ৩ মাসের কারাদণ্ড

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  09:38 PM, 05 September 2021

মাদক রাখার দায়ে মোহাম্মদ আলী নামের এক ব্যক্তিকে ৩ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড করা হয়েছে। রবিবার দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলার কোলা গ্রামে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মোহাম্মদ আলীকে ৩ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড করা হয়।

সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৯(১)(গ) অপরাধে দোষী সাব্যস্ত ক্রমে একি আইনের ৩৬ (১) সারণির ২১ ধারায় ৩ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ডের আদেশ দেন। মোহাম্মদ আলী মেহেরপুর সদর উপজেলার কোলা গ্রামেের আমির কারিগরের ছেলে। এর আগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে অভিযান চালিয়ে মোহাম্মদ আলীকে গাঁজাসহ গ্রেপ্তার করেন।

আপনার মতামত লিখুন :