মাদক রাখার অভিযোগে এক ব্যক্তির ৩ মাসের কারাদণ্ড
মাদক রাখার দায়ে মোহাম্মদ আলী নামের এক ব্যক্তিকে ৩ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড করা হয়েছে। রবিবার দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলার কোলা গ্রামে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মোহাম্মদ আলীকে ৩ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড করা হয়।
সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৯(১)(গ) অপরাধে দোষী সাব্যস্ত ক্রমে একি আইনের ৩৬ (১) সারণির ২১ ধারায় ৩ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ডের আদেশ দেন। মোহাম্মদ আলী মেহেরপুর সদর উপজেলার কোলা গ্রামেের আমির কারিগরের ছেলে। এর আগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে অভিযান চালিয়ে মোহাম্মদ আলীকে গাঁজাসহ গ্রেপ্তার করেন।