মাদক মামলায় ইউপি সদস্যের ছেলে সেই রকি গ্রেফতার
কুষ্টিয়া কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের ছেঁউড়িয়া মন্ডলপাড়া ১ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য নুর মোহাম্মদ পুকাড়ীর ছোট ছেলে রিয়েল মাহমুদ রকি (২৮) মাদক মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী কুমারখালি থানা পুলিশের হাতে গ্রেফতার হয়েছে।
আজ শুক্রবার আনুমানিক ভোর ৬ টার সময় ছেঁউড়িয়া এলাকা হতে তাকে গ্রেফতার করেছে পুলিশ।
সুত্রে জানা যায়, ২০২১ সালের ১৯ ই এপ্রিল কুষ্টিয়া সদর থানাধীন মিলপাড়া পুলিশ ক্যাম্পের টু আইসি এসআই সাহেব আলী ও এএসআই আসাদ ৫২ পিস ইয়াবাসহ সাবেক ইউপি সদস্য নুর মোহাম্মদ পুকাড়ীর ছেলে রিয়েল মাহমুদ রকিকে গ্রেফতার করেন। যার মামলা নং – ৩৩, কুষ্টিয়া জিআর -১৮৮, তারিখ ১৯ এপ্রিল ২০২১। পরে রকি জামিনে এসে আদালতের আদেশ অমান্য করলে আদালত তার বিরুদ্ধে গ্রেফতারের জন্য ওয়ারেন্ট জারি করেন। পরবর্তীতে ওয়ারেন্টের ভিত্তিতে রকিকে গ্রেফতার করে পুলিশ।
কুমারখালী থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
Rocky, the son of a UP member, was arrested in a drug case
Gangnirchokh:Real Mahmud Rocky(28), younger son of Nur Mohammad Pukari, a former UP member of Chheuria Mandalpara 1 ward of Chapra union of Kushtia Kumarkhali upazila, has been arrested by Kumarkhali police in a drug case.
Police arrested him from Chheuria area at around 6 am on Friday.
According to sources, on April 19, 2021, Real Mahmud Rocky, son of former UP member Nur Mohammad Pukari, was arrested along with two IC SI Saheb Ali and ASI Asad of Milpara Police Camp under Kushtia Sadar Police Station along with 52 pieces of yaba. Case No. 33, Kushtia GR-188, dated 19 April 2021. The court later issued an arrest warrant against Rocky for disobeying a court order on bail. Police later arrested Rocky on a warrant.
Kumarkhali Police Station Officer-in-Charge Kamruzzaman Talukder confirmed the arrest.