মহিলা আওয়ামী লীগের দরিদ্র দুঃস্থ অসহায় পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ
মেহেরপুর জেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে দরিদ্র দুঃস্থ অসহায় পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
বিজ্ঞাপনঃ
সোমবার দুপুরের দিকে মেহেরপুর জেলা পরিষদ মিলনায়তনে দরিদ্র দুস্থ ও অসহায়দের মাঝে অর্থ বিতরণ করা হয়। বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ মেহেরপুর জেলা শাখার সভানেত্রী তাহমিনা আবেদীনের সভাপতিত্বে অর্থ বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদিকা লাভলী ইয়াসমিন, শহর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী রেহানা মান্নান, সাংগঠনিক সম্পাদক সফুরা খাতুন।