মল্লিকপাড়া মধ্যবর্তী সড়কটির নাম হবে মানিক মিয়া সড়ক
মেহেরপুর শহরের ৭ নম্বর ওয়ার্ড মল্লিকপাড়া মধ্যবর্তী সড়কটির নাম করন করা হবে মানিক মিয়া সড়ক। সোমবার দুপুরের দিকে পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন নির্মাণাধীন সড়কটির কাজ পরিদর্শনে এসে এমনটি ঘোষণা দিলেন।
দীর্ঘদিনের অবহেলিত সড়কটি সম্প্রতি সংস্কার কাজ হাতে নেয়া হয়েছে। তারই লক্ষ্যে পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন পরিদর্শন করলেন। এবং মেহেরপুরের বিশিষ্ট ব্যক্তি মানিক মিয়ার নামকরণে শহরের প্রধান সড়ক মানিক টাওয়ার সামনে থেকে শুরু করে মল্লিকপাড়া মল্লিক পুকুরের দক্ষিণ পাশের সড়কের নামকরণ করা হবে হবে বলে তিনি জানান।
সড়ক সংস্কার কাজ পরিদর্শনের সময় মেহেরপুর শহরের হোটেল বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও ইসমাইল হোসেন মানিক মিয়ার পুত্র জাহিদ ইকবাল শিমন, ইয়ানুস আলী প্রমুখ এ সময় সেখানে উপস্থিত ছিলেন।