মন খারাপের গল্প

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  07:45 PM, 03 May 2022

মন খারাপের গল্প বলি শোন-
মনের খবর রাখেনা কেউ-রাখেনা কেউ স্মরণ
যদি বলি মনের কথা হাসবে মিলে সবে
দেখা হলে ঢিল মারবে আমার শরীর জুড়ে।

তারপরো কত কথা মনে রয়ে যায়
কত স্মৃতি বিজারিত দিন কেটে যায়
দিন যায় মাস যায় বছর যায় চলে
মন খারাপের গল্প কেউ শুনতে চায় না যে।

ছোট বেলা যে বাবা চুমু ক্ষেত গালে
গায়ের ঘাম জড়িয়ে অন্ন দিত মুখে
আদর সোহাগ ভালোবাসায় কত স্নেহ প্রীতি
সেই বাবাকে হারিয়ে এখন প্রতি রাতে কাঁদি।

বাবা চলে গেছে বছর চারেক হল
মন খারাপের গল্প আজও শুনতে চাইনি কেহ,
আমারো মন আছে গল্প কথায় ভরা
শুনতে যদি চাও কেহ মন খারাপের কথা
দাওয়াত রইল আমার বাড়ি
চুপটি করে এসো;
বসতে দিব পিড়ি পেতে
খেত দেব মুড়ি, আসবে কিন্তু আমার বাড়ি
এসো তারাতাড়ি।

লেখকঃহাওলাদার বেলাল
৩/৫/২২, সময়ঃ ৭.৩০ মি.

আপনার মতামত লিখুন :