মগবাজারে বিস্ফোরণে ৭ জনের মৃত্যু
রাজধানীর মগবাজার ওয়ারলেস গেট এলাকায় বিস্ফোরণের ঘটনায় সাত জনের মৃত্যু হয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপির) কমিশনার শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
রোববার (২৭ জুন) রাতে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের ডিএমপি কমিশনার বলেন, এখন পর্যন্ত মগবাজারে বিস্ফোরণের ঘটনাস্থলের আশপাশের সাতটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনটি বাস ক্ষতিগ্রস্ত হয়েছে। মারা গেছেন মোট সাতজন ।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও বার্ন ইনস্টিটিউট মিলিয়ে বিস্ফোরণে আহত হওয়া ৪৮ জন চিকিৎসাধীন আছেন। এদের মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর।
শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক পার্থ শঙ্কর পাল বাংলানিউজকে জানিয়েছিলেন, আমরা ১০ জন রোগী পেয়েছি। একজন আগেই মারা গেছেন। নয়জনের গুরুতর আঘাত রয়েছে। দগ্ধ হয়েছেন দুজন
ঢাকা মেডিক্যাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর বাচ্চু মিয়া বলেন, মগবাজারের ওয়ারলেস গেট এলাকায় বিস্ফোরণের ঘটনায় ঢাকা মেডিক্যাল হাসপাতালের জরুরি বিভাগসহ শেখ হাসিনা বার্নে এখন পর্যন্ত ৪৮ জন চিকিৎসাধীন।
শেখ হাসিনা বার্নে আহত রায়হানুল গাফফার নয়ন জানান, ঘটনার সময় তিনি যাত্রীবাহী বাসে ছিলেন। হঠাৎ বিকট বিস্ফোরণের বাসের কাচ ভেঙে তিনি আহত হন।
আহত এক পথচারী জামাল জানান, তিনি মতিঝিলে একটি হোটেলে চাকরি করেন। সেখান থেকে মগবাজার বাসায় ফেরার পথে মগবাজার ওয়ারলেস মোড়ে গায়ের উপর গ্লাস পড়ে তিনি আহত হন।