ভোট গ্রহনের ১৩ ঘন্টা পূর্বেই মেহেরপুর সদর থানার ওসির বদলী
মেহেরপুর পৌরসভা নির্বাচনের আগের দিন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ দারা খানের বদলির আদেশ কার্যকরের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। ১৫ জুন বুধবার মেহেরপুর পৌরসভাসহ ৪ ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।
আজ মঙ্গলবার (১৪ জুন) সন্ধ্যায় নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার জন্য এ আদেশ দিয়ে নির্বাচন কমিশন থেকে পুলিশ মহাপরিদর্শককে আদেশ কার্যকরের জন্য পত্র দেওয়া হয়েছে। এবং আদেশ কার্যকর করে তা সংশ্লিষ্টকে অবহিত করতে বলা হয়েছে।
আদেশের চিঠির বিষয়টি নিশ্চিত করেছেন মেহেরপুর জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আবু আনছার।
নির্বাচন কমিশনের নির্দেশনায় বলা হয়েছে, ইতিমধ্যে বদলির আদেশপ্রাপ্ত মেহেরপুর সদর থানার ওসি শাহ দারা খানকে নির্বাচনের পূর্বেই বদলির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
তবে এই আদেশ কার্যকরের বিষয়ে জেলা পুলিশ থেকে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।