ভৈরব নদ পুন:খনন প্রকল্প (২য় পর্যায়) একনেক সভায় অনুমোদন
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব ফরহাদ হোসেন এমপি এঁর ঐকান্তিক প্রচেষ্টায় ২৩৭.৫৬ কোটি টাকা ব্যয়ে (রশিকপুর, মোনাখালী, সুবোলপুর, দামুরহুদা অংশের জন্য) মোট ৫৬.৩ কিমি পুন:খননের লক্ষ্যে ভৈরব নদ পুন:খনন প্রকল্প (২য় পর্যায়) আজ একনেক সভায় অনুমোদিত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা ধন্যবাদ জানিয়েছেন মেহেরপুর জেলা প্রশাসন।